গত ২১ মার্চ,২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শীলমন্দি তে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ কর্তৃক মাটি পরীক্ষা ভিত্তিক সুষম সার প্রয়োগের উপর স্থাপিত প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবা নাসরীন, অতিরিক্ত উপপরিচালক (শস্য),কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান সরকার, উপপরিচালক, বিআরডিবি, মুন্সীগঞ্জ । কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব আবিদা সুলতানা । সমাবেশে উপস্থিত সকল কর্মকর্তা মাটি পরীক্ষার মাধ্যমে মাটির উর্বরতা মান জেনে সুষম মাত্রায় সার প্রয়োগ করে ফসল ফলানোর নির্দেশনা দেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস